বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- By Jamini Roy --
- 17 December, 2024
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে নতুন তদন্ত কমিটি গঠন করা হবে। তবে আইন মন্ত্রণালয়ের মতামতের কারণে এ বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
এ বিষয়ে হাইকোর্টের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গত রোববার হাইকোর্টে জানানো হয়, পিলখানায় দুটি বিচারাধীন মামলার কারণে নতুন কমিটি গঠন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে বিষয়টি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। কিন্তু এরপর আইন মন্ত্রণালয় জানায়, এই কমিটি গঠনের ক্ষেত্রে কোনো বাধা নেই। তা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়।
এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যক্তিগতভাবে স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তা দাবি করেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহিন সরকার জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসির কারণ সন্দেহজনক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে এই ঘটনায় একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন পরিবারের সদস্য ও অধিকার কর্মীরা।
এই হত্যাকাণ্ডে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।